ওয়ানডে ক্রিকেটে পাপুয়া নিউ গিনি


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৩ অক্টোবর ২০১৪

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে পাপুয়া নিউ গিনি। আগামী ৮ ও ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার নতুন ভেন্যু টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের মধ্য দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশটির।

দুটি একদিনের ম্যাচের পাশাপাশি হংকং ও পাপুয়া নিউ গিনি আগামী ১১-১৩ নভেম্বর পর্যন্ত নিজেদের মধ্যে একটি তিনদিনের ম্যাচও খেলবে।
 
এ বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করে ওয়ানডে স্ট্যাটাস (একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি) পায় হংকং ও পাপুয়া নিউ গিনি।
 
পাপুয়া নিউ গিনির কোচ নিউজল্যান্ডের সাবেক স্পিনার দিপক প্যাটেল জানান, আগামী ৫ বছরে আমরা ক্রিকেট বিশ্বের বড় দলগুলোর সঙ্গে নিয়মিতভাবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চাই। এ লক্ষ্য অর্জনে মানসম্মত আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা অপরিহার্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।