নেইমারকে ফেরাতে ব্রাজিলের আপিল


প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বকাপ বাছাইপর্বে অক্টোবরে চিলি ও ভেনেজুয়েলার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবার এ দুই ম্যাচের দল ঘোষণা করলেও নিষেধাজ্ঞার কারণে দলে জায়গা হয়নি অধিনায়ক নেইমারের।

শাস্তি কমিয়ে বার্সেলোনার এই তারকাকে দলে ফেরাতে কোর্ট অব অরবিটেশনের ফর স্পোর্টস (সিএএস) এর কাছে আপিল করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এর আগে চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় ফাউল করার কারণে লাল কার্ডসহ চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে নেইমারকে। ফলে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে দলীয় অধিনায়ককে ছাড়া কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। তাই শাস্তি কমাতে সিএএস এর কাছে আবেদন করেছে সিবিএফ।

সিবিএফ`র দাবি, নেইমার কোপা আমেরিকায় যে অপরাধ করেছেন তার শাস্তি সেই টুর্নামেন্টেই তার ভোগ করা উচিত।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।