শেষ ম্যাচে হেরে পঞ্চম হয়ে ফিরছে হকির মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

আন্তর্জাতিক হকিতে প্রথম অংশ নিয়ে ৬ দেশের মধ্যে পঞ্চম হয়ে ফিরছে বাংলাদেশের মেয়েরা। আজ (রোববার) সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হেরেছে চাইনিজ তাইপের কাছে। ৫ ম্যাচে এটি বাংলাদেশের চতুর্থ হার।

এএইচএফ নারী অনূর্ধ্ব-২১ হকিতে অংশ গ্রহণের মধ্যে দিয়ে আন্তর্জাতিক আসরে অভিষেক হয় বাংলাদেশের। প্রথমবার অংশ নেয়ায় বাংলাদেশ হকি ফেডারেশনের কোনো প্রত্যাশার চাপ ছিল না মেয়েদের ওপর। তবে বাংলাদেশের কিশোরী মেয়েরা দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে।

রোববার শেষ ম্যাচে বাংলাদেশের দুটি গোলই করেছেন জুরাইয়া ফেরদৌস জয়িতা। বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-০ গোলে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে ঐতিহাসিক জয় পায় শ্রীলংকার বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে হারে ১-০ গোলে। চতুর্থ ম্যাচে উজবেকিস্তানের কাছে হারে ৬-০ গোলে। টুর্নামেন্টে এট্ইি ছিল বাংলাদেশের সবচয়ে বড় ব্যবধানে হার।

৬ জাতির এ টুর্নামেন্ট থেকে দুটি দল জুনিয়র নারী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক সিঙ্গাপুরের সাথে এ যোগ্যতা অর্জন করেছে উজবেকিস্তান।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।