আন্দোলনের ডাকে ঝাঁপিয়ে পড়ার আহবান খালেদা জিয়ার


প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৩ অক্টোবর ২০১৪

আন্দোলনের ডাক দেওয়া হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস গেটের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন। সেখান থেকে খালেদা জিয়ার গাড়িবহর নীলফামারীর উদ্দেশে রওনা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বগুড়া বিএনপির শক্তিশালী ঘাঁটি। এই জেলার নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। যখনই আন্দোলনের ডাক দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বগুড়াবাসীকে বিএনপির আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বেগম জিয়া আরও বলেন, আমরা উত্তরবঙ্গে আসলেই বগুড়ায় আসি। কারণ বগুড়া আমার আপন ঘর মনে হয়। বগুড়ার আদর আপ্যায়ন আমার সব সময়ই ভালো লাগে।

বক্তব্য দেওয়ার আগে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে স্বর্ণপদক উপহার দেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারীতে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বড় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত এ জনসভায় বক্তৃতা করবেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।