উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
ফলাফলটা অনুমেয়ই ছিল। নারী হকিতে এশিয়ার অন্যতম শক্তিশালী দল উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অনভিজ্ঞ মেয়েরা পারবে না সেটাই ছিল স্বাভাবিক।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকির এই ম্যাচে শেষ পর্যন্ত উজবেকিস্তান জিতেছে ৬-০ গোলে। দুই দেশের নারী হকির পার্থক্যটা মাঠে দেখালো উজবেক মেয়েরা।
শুরু থেকেই আধিপত্য। স্কিল আর গতিতে এগিয়ে থাকা উজবেকিস্তান গোলের খাতা খোলে দ্বিতীয় মিনিটেই। ১৫ মিনিটে দ্বিতীয় গোল করলে প্রথম কোয়ার্টারেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা।
দ্বিতীয় কোয়ার্টারে আরো দুই গোল হয় ১৭ ও ৩০ মিনিটে। ৪-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা উজবেকিস্তানের মেয়েরা বাকি দুই গোল করে তৃতীয় ও শেষ কোয়ার্টারে।
টুর্নামেন্টে এটি বাংলাদেশের মেয়েদের তৃতীয় হার। আগের তিন ম্যাচের দুটি হেরেছিল সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে। একটি ম্যাচ জিতেছিল শ্রীলংকার বিরুদ্ধে। সেটা ছিল আন্তর্জাতিক নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়। আগামীকাল (রোববার) বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে চাইনিজ তাইপের বিরুদ্ধে।
প্রথম চার ম্যাচের তিনটি হারায় বাংলাদেশের মেয়েেদের বিদায় নিশ্চিত। শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতা। ৬ জাতির এই টুর্নামেন্ট থেকে শীর্ষ দুটি দল পাবে আগামী নারী জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ।
আরআই/এসএএস/জেআইএম