হকির অভিষেকে প্রতিদ্বন্দ্বিতা করেই হেরেছে বাংলাদেশের মেয়েরা
‘ফলাফল নিয়ে মাথা ঘামিও না, নিজেদের খেলাটা খেলবা। যা শিখেছো মাঠে তা প্রয়োগের চেষ্টা করবা’- প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামার আগে মেয়েদের প্রতি এমন উপদেশ ছিল নারী হকি দলের প্রধান কোচ তারিকউজ্জামান নান্নুর।
আজ (সোমবার) সিঙ্গাপুরে এএ্ইচএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকিতে মাঠে নামার মধ্যে দিয়ে হকিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশের। প্রথম এ ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। ফলাফলটা বিবেচ্যই নয়।
মাত্র তিন মাসের অনুশীলনে বাংলাদেশের মেয়েরা পদার্পণ করেছে আন্তর্জাতিক অঙ্গনে। যাওয়ার আগে দলের কোচ, অধিনায়ক সবাই বলে গেছেন-ফলটা তাদের কাছে মূখ্য না।
বাংলাদেশের মেয়েরা যে হকি খেলতে শিখেছেন সেটা বিশ্বকে জানান দেয়ার জন্যই যতটা সম্ভব মাঠে ভালো পারফরম্যান্স করবেন তারা। হকিতে ৩ গোলের জয়-পরাজয় তেমন কিছু নয়। সবচেয়ে বড় কথা অভিষেক ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করেই হেরেছেন রিতু-স্বর্ণারা।
৬ জাতির এ টুর্নামেন্টে বাংলাদেশ-সিঙ্গাপুর ছাড়া আছে শ্রীলংকা, হংকং, উজবেকিস্তান ও চাইনিজ তাইপে। প্রত্যেক দল খেলবে পরস্পরের বিরুদ্ধে। শীর্ষ দুই দল পাবে নারী জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ। বাংলাদেশের পরের ম্যাচগুলো ১০, ১২, ১৪ ও ১৫ সেপ্টেম্বর শ্রীলংকা, হংকং, উজবেকিস্তান ও চাইনিজ তাইপের বিরুদ্ধে।
আরআই/আইএইচএস/পিআর