বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ত্রিবংঙ্গীয় মৈত্রী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে গণভবনে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী এ সংবর্ধনা দেন।  

এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও সমাজের সম্পদ। তাই প্রতিবন্ধীদের প্রতি আরো সংবেদনশীল ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা দিতে সবার প্রতি আহবান জানান তিনি।  

তিনি আরো বলেন, জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল দেশের বাইরে থেকে শিরোপা জিতে দেশের নাম উজ্জ্বল করেছে। আশা করি তারা ভবিষ্যতে আরো শিরোপা জয় করে দেশের নাম উজ্জ্বল করবে। পাশাপাশি তিনি ব্লাইন্ড ক্রিকেটারদের অনুশীলনের জন্য মাঠের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহারসহ দলের প্রত্যেক খেলোয়াড়কে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।   

আরটি/ এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।