দেশের প্রতিটি মহাসড়ক এখন চলার উপযুক্ত : সেতুমন্ত্রী


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদকে সামনে রেখে দেশের সড়কগুলোতে যানযট হবে না আশা করি। কারণ দেশের প্রতিটি মহাসড়ক এখন চলার উপযুক্ত রয়েছে। তবে বিগত কিছুদিনের টানা বৃষ্টি সড়কগুলোকে ক্ষতি করলেও বর্তমানে তা মেরামত করা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে সংযোগ সড়ক প্রশস্তকরণ ও মহাসড়কে ডিভাইডারের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এ সময় সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কামারুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহবুদ্দিন, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেএম হোসেন আলী হাসানসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, দেশের বাস, ট্রেনসহ কোথাও ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থার প্রয়োজন নেই। সাধারণ মানুষের সঙ্গে তারা সংশ্লিষ্ট বিভাগে টিকিট সংগ্রহ করবে। পার্শ্ববর্তী ভারতসহ সার্কভুক্ত কোনো দেশে ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা নেই।

এছাড়াও মন্ত্রী বলেন, দেশের কোনো মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ী উঠলেই পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, ঈদকে সামনে রেখে গাজীপুর উপজেলার চন্দ্রা মোড় থেকে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কটি বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। এছাড়াও ঢাকার সায়েদাবাদ ও আব্দু্ল্লাপুর মোড়ে বর্তমানে যানযট বেশি হচ্ছে। এই দুটি পয়েণ্টে যানজট এড়াতে পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এর সমাধান করা হবে।

পরে মন্ত্রী সয়দাবাদ থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা পর্যন্ত ৪টি পয়েন্টে নির্মিত ডিভাইডার পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করেন।

বাদল ভৌমিক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।