আজ মাঠে নামছেন সাকিব-তামিম-মুশফিকরা
জাতীয় দলের অনেক ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ভারত সফরে যাওয়ায় জাতীয় লিগ কিছুটা জৌলুস হারিয়েছে। তবে সাকিব, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমরা ১৭তম জাতীয় লিগে মাঠে নামছেন আজ ।
তারা জাতীয় লীগে খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতির জন্য। শুক্রবার দেশের চারটি ভেন্যুতে প্রথমপর্বের চারটি ম্যাচ শুরু হচ্ছে। বগুড়ায় প্রথম স্তরের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা মেট্রো মুখোমুখি হবে।
খুলনায় ঢাকা বিভাগের মুখোমুখি হবে স্বাগতিকরা। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও তার ডেপুটি তামিম ইকবাল জাতীয় লিগে খেলবেন দ্বিতীয় স্তরে। রাজশাহীতে স্বাগতিকদের প্রতিপক্ষ বরিশাল। আর ফতুল্লায় তামিমের চট্টগ্রাম মাঠে নামবে সিলেটের বিপক্ষে।
গত আসরের শেষটা হয়েছিল বিতর্ক দিয়ে। রংপুর ও ঢাকা মেট্রো শেষ ম্যাচ ফিক্সিং করেছে বলে অভিযোগ তুলেছিল খুলনা। বিসিবির তদন্ত বিভাগ এ অভিযোগের সত্যতা পায়নি।
এবার প্রথম জাতীয় লিগ দ্বিস্তরবিশিষ্ট হচ্ছে। প্রথম স্তরে রয়েছে গত আসরের শীর্ষ চার দল- রংপুর, ঢাকা মেট্রো, খুলনা ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে গত আসরে পয়েন্ট টেবিলের নিচের চার দল- রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। গত আসর শুরু হওয়ার আগে দ্বিস্তর গঠনের কথা জানানো হয়।
দ্বিস্তুরবিশিষ্ট করা প্রসঙ্গে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘দ্বিতীয় স্তর থেকে যারা সবার ওপরে থাকবে তারা আগামী আসরে প্রথম স্তরে উঠে যাবে। আর প্রথম স্তুরের নিচের দলটি নেমে যাবে দ্বিতীয় স্তরে। টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা না থাকে তাহলে লড়াই জমে না। এ কারণেই আমরা দুটি স্তর বানিয়েছি।’
প্রথম স্তরে খুলনা শক্তিশালী। অভিজ্ঞ আবদুর রাজ্জাকের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রাহমান, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজরা।
এদিকে, চ্যাম্পিয়ন রংপুর আজ পাচ্ছে না নাসির হোসেনদের। তাদের বিপক্ষে আজ মাঠে নামছে মাহমুদউল্লাহর ঢাকা মেট্রো।
আজকের খেলা
রংপুর ও ঢাকা মেট্রো (বগুড়া)
খুলনা ও ঢাকা (খুলনা)
রাজশাহী ও বরিশাল (রাজশাহী)
চট্টগ্রাম ও সিলেট (ফতুল্লা)
(সব ম্যাচ শুরু হবে সকাল
৯টা ৩০ মিনিটে)
এসকেডি/এমএস