নতুন স্বপ্ন নিয়ে সিঙ্গাপুরের পথে হকির মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

আন্তর্জাতিক হকিতে প্রথম খেলবে বাংলাদেশের মেয়েরা, তাও দেশের বাইরে। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকিতে খেলতে আজ (বুধবার) ঢাকা ছেড়েছেন মিতু-স্বর্ণারা। তাদের এই বিদেশ যাত্রার মধ্য দিয়ে নতুন ইতিহাস লেখা হলো বাংলাদেশের হকিতে।

নারীদের প্রথম বিদেশ গমন আন্তর্জাতিক হকি খেলতে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৯ সেপ্টেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ পরের দিন শ্রীলংকার বিপক্ষে, তৃতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে, ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ১৫ সেপ্টেম্বর চাইনিজ তাইপের বিরুদ্ধে।

এই দলগুলোর মধ্যে শীর্ষ দুই জুনিয়র নারী এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল

প্রধান কোচ : তারিকুজ্জামান নান্নু।
সহকারী কোচ : হেদায়েতুল ইসলাম রাজীব ও শহিদুল্লাহ টিটু।
সমন্বয়ক : পারভীন নাসিমা পুতুল।
খেলোয়াড় : সুমি আক্তার, রিয়া আক্তার স্বর্ণা (সহ অধিনায়ক), রিতু খানম (অধিনায়ক), জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়ামনি, পারভীন আক্তার, লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার মনি, মোকসেদা আক্তার মুন্নী, নাদিরা, নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল ও তাসমিম আক্তার মিম।

বাংলাদেশের ম্যাচগুলো

৯ সেপ্টেম্বর : বাংলাদেশ-সিঙ্গাপুর
১০ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা
১২ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং
১৪ সেপ্টেম্বর : বাংলাদেশ-উজবেকিস্তান
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-চাইনিজ তাইপে

আরআই/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।