মাশরাফি ভাইয়ের মতো মাঠে নেতৃত্ব দিতে চাই : রিতু খানম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

অনূর্ধ্ব-২১ নারী হকি দলের অধিনায়ক হয়ে ইতিহাসের অংশ নড়াইলের কিশোরী রিতু খানম। নারী হকিতে বাংলাদেশ এই প্রথম খেলতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। মেয়েদের আন্তর্জাতিক হকিতে অভিষেকটা হচ্ছে আবার দেশের বাইরে। আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য নারী জুনিয়র এএইচএফ কাপে অংশ নেয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হচ্ছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের।

৪ অথবা ৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর রওনা দেবে হকি দল। তার আগে আজ (রোববার) দুপুরে মওলানা ভাসানী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। একই সঙ্গে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন তিনি। অধিনায়ক করা হয়েছে নড়াইলের কন্যা রিতু খানমকে, তার সহকারী কিশোরগঞ্জের রিয়া আক্তার স্বর্ণা।

নড়াইলের মেয়ে। এ জেলারই মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। মাশরাফির ভক্তও তিনি। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর রিতু খানম মাঠে নেতৃত্বে সফলতা আনতে চান মাশরাফির মতোই। বলেন, ‘মাশরাফি ভাই ক্রিকেট দলকে যেভাবে নেতৃত্ব দেন, আমি সেভাবে হকি দলকেও দিতে চাই।’

নারী হকির আন্তর্জাতিক পথচলা শুরু। হকি ফেডারেশনের নতুন কমিটি পুরুষদের পাশাপাশি নারী হকি দলকেও অনেক দূর নিয়ে যেতে চায়। রিতু খানম প্রথম অধিনায়ক হয়ে জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়। তার অনুভূতি কেমন?

‘এটা অনেক আনন্দের। কারণ, ক্যাপ্টেনসি সবাইকে দেয়া হয় না। শ্রেষ্ঠত্ব একজনের কাছেই যায়। অবশ্য আমি দলের মধ্যে শ্রেষ্ঠ, সেটা ভাববো না। তবে ভালো লাগছে যে আমি কিছু একটা করতে পেরেছি’- বলছিলেন রিতু।

নিজ জেলা নড়াইলের মাশরাফিকে নিজের আইডল হিসেবে উল্লেখ করে রিতু খানম বলেন, ‘মাশারাফি ভাইয়ের সব কিছু আমার ভালো লাগে। ওনাকে আমি ফলো করি। তাকে অনুপ্রেরণা হিসেবে নেই। মাশরাফি ভাই যেমন ক্রিকেট টিমটাকে শ্রেষ্ঠত্বে নিয়ে গেছে, আমি তেমন চেষ্টা করবো নারী হকি দলটাকে শ্রেষ্ঠত্বে নিতে।’

যদি সুযোগ হয় তাহলে সিঙ্গাপুর যাওয়ার আগে মাশরাফির সঙ্গে কথা বলে যাবেন বলে জানিয়েছেন রিতু। বলেন ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে আমার আগে কথা হয়েছে। খেলোয়াড় হিসেবে আমাকে চেনেন। এখন যদি যাওয়ার আগে সুযোগ হয়, আমি তার সঙ্গে কথা বলে দোয়া নিয়ে যাবো।’

বলছিলেন যে, মাশরাফি যেভাবে ক্রিকেট দলকে নেতৃত্ব দেন সেভাবে হকি দলকে আপনি নেতৃত্ব দেবেন। সেটা কতটুকু সম্ভব? জবাবে রিতু খানম বলেন, ‘ক্রিকেট আর হকি তো এক নয়। হকিকে যেভাবে লিড দেয়া দরকার আমি দেবো।’

এই টুর্নামেন্টে আপনাদের ওপর প্রত্যাশার চাপ নেই। তারপরও কি লক্ষ্য থাকবে আপনাদের? ‘আমরা যেহেতু নতুন যাচ্ছি আমাদের প্রথম লক্ষ্য থাকবে ভালো খেলা। বাংলাদেশ কতটা এগিয়েছে আর কতটা এগুতে পারে সেটা প্রমাণ করা’- বলেন নারী হকির প্রথম অধিনায়ক।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।