ভারতকে ভয় পাইয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৬ আগস্ট ২০১৯

কথায় আছে, খেলতে খেলতে খেলোয়াড়। বাংলাদেশের মেয়েরা হকিতে খেলতে খেলতেই খেলোয়াড় হয়ে উঠছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এএইচএফ অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ভারতের জাতীয় একাডেমির নারী হকি দলকে আমন্ত্রণ করে এনেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

তিন বছর ধরে অনুশীলন করা ভারতের মেয়েদের সামনে তিন মাসের অনুশীলন করা বাংলাদেশের মেয়েরা অসহায়ই ছিল শুরুতে। ৬ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে ৬-০ গোলের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে পার্থক্যটা বুঝিয়ে দিতে থাকে ভারতের মেয়েরা।

তিন মাস আগে যে দলের বেশিরভাগ মেয়েদের হকিতে হাতেখড়ি, সেই বাংলাদেশ আস্তে আস্তে নিজেদের প্রতিভাবান হিসেবে ফুটিয়ে তুলতে পারছে। তিন ম্যাচে ১৫ গোল খেয়ে চতুর্থ ম্যাচে গোল দিতে পেরেছে বাংলাদেশের মেয়েরা।

আর আজ (সোমবার) পঞ্চম ম্যাচে তো ভারতকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন জুরাইয়া-নমিতারা। এ ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে। কিন্তু বাংলাদেশই দিয়েছে প্রথম গোল। ৯ মিনিটে জুরাইয়া ফেরদৌসের পেনাল্টি কর্নার থেকে করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে দুই গোল করে টানা পঞ্চম জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।

দুই দেশের ষষ্ঠ ও শেষ ম্যাচ বুধবার বিকেল ৪ টায়।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।