ঈদে নিখোঁজ ফারুক হোসেনের লেখা টেলিছবি


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

কক্সবাজার বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন নাট্যকার ফারুক হোসেন। তার সন্ধান আর মিলেনি। নিখোঁজ হওয়ার আগে বেশ কয়েকটি নাটক ও টেলিছবির চিত্রনাট্য লিখে রেখে গেছেন তিনি।

তারমধ্যে ‘বনসাই’ নামের একটি টেলিছবি আসছে ঈদে প্রচারিত হতে যাচ্ছে। এটি নির্মাণ করেছেন জামাল মল্লিক। এ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টি, স্বপন সিদ্দিকী, শোভা, জিয়াউর রহমান সুমন ও জামাল মল্লিক প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জামাল মল্লিক বলেন, ‘রোজা ঈদের বেশ কয়েক দিন আগে দুটি স্ক্রিপ্ট আমার মাধ্যমে এক প্রযোজককে দিয়েছিলেন ফারুক হোসেন। কিন্তু ওই প্রযোজক সেগুলো নিয়ে কোনো কাজ করেননি। তাই ‘বনসাই’ নামের চিত্রনাট্যটি আমি সেই প্রযোজকের কাছ থেকে নিয়ে নিজেই নির্মাণের কাজে হাত দিই। বেশ চমৎকার একটা গল্প। ভালো লাগবে সবার।’

আসছে কোরবানি ঈদ অনুষ্ঠানমালায় যে কোনো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘বনসাই’।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।