ভারতের কাছে বাংলাদেশ `এ` দলের হার


প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ভারত সফরের শুরুটা ভালো হল না বাংলাদেশ `এ` দলের। টপ অর্ডারদের ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারত `এ` দলের কাছে ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে মুমিনুল-নাসিররা।

ভারতের দেওয়া ৩২৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীনাথ অরাভিন্দের বোলিং তোপে পড়ে বাংলাদেশ `এ` দল। দলীয় ৩৪ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ২৫ রানের সময় ওপেনার সৌম্য সরকার আউট হন। এরপর এই বিপর্যয়ের রেশ ধরে রাখেন অনেক দিন পর প্রতিযোগীতামূলক ম্যাচে ক্রিজে ফেরা এনামুল হক বিজয়ও। পরীক্ষামূলকভাবে ওয়ান ডাউনে তাকে নামানো হলেও পাশ করতে পারেননি তিনি। প্রথম বলেই ডাক মেরে সাজঘরে ফেরেন বিজয়।

দলীয় ২৫ রানেই প্রথম দুই তারকা খেলোয়াড়দের হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ  `এ` দল। তবে আরেক ওপেনার রনি তালুকদারের সঙ্গে দলকে স্বপ্ন দেখান মুমিনুল হক। দুজনে মিলে ৩৯ রানের জুটি গড়লেও ব্যক্তিগত ১৯ রানে আউট হন `এ` দলের অধিনায়ক মুমিনুল। এরপর ব্যক্তিগত ২৫ করে দলীয় ৮৭ রানের সময় সাজঘরে ফেরেন সাব্বির রহমানও।

তবে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশ `এ` দলের হাল ধরেন লিটন কুমার দাস ও সহ অধিনায়ক নাসির হোসেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২০ রানের দারুণ এক জুটি পায় সফরকারীরা। কিন্তু ফের বিপর্যয় শুরু হয় নাসিরের আউটের পর থেকেই। ব্যাক্তিগত ৫২ রান করে গুরকিরাত সিং মানের বলে রায়নার হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন নাসির। এর কিছুক্ষন পরে ৭৫ রান করা লিটন দাসকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ভারতীয় এই বোলার। এরপর একে একে আরাফাত সানি, রুবেল হোসেন ও তাসকিনকেও সাজঘরে ফেরান এই বোলার।

এর আগে ব্যাঙ্গলুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসন এবং গুরকীরাত সিংয়ের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষ দিকে ঋষি ধাওয়ানের ঝড়ো ব্যাটিংয়ে ৩২৩ রান করে ভারত `এ` দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন সানজু স্যামসন। এছাড়া ওপেনার মায়েনাক আগারওয়াল (৫৬), গুরকিরাত সিং (৬৫) ও ঋষি ধাওয়ান ৫৬ রান করে অপরাজিত থাকেন।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।