প্রধান বিচারপতির অভিশংসন দাবি বিচার ব্যবস্থায় কু-নজির


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

রাষ্ট্রপতির কাছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কর্তৃক প্রধান বিচারপিত এসকে সিনহার অভিশংসন দাবি করাটা দেশের ইতিহাসে বিরল ঘটনা উল্লখে করে বিএনপির আন্তর্জতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিচার ব্যবস্থায় এটা কু-নজির সৃষ্টি করেছে।

বুধবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অভিশংসন দাবির মাধ্যমে প্রধান বিচারপতির কাছে বিচারপ্রার্থীদের মধ্যে নেতিবাচক ধারণা প্রথিত করার চেষ্টা করা হয়েছে। প্রধান বিচারপতিকে নিয়ে এরকম মন্তব্য বিচার ব্যবস্থার ওপর বড় আঘাত।

তিনি আরো বলেন, চোখ বন্ধ করলেই প্রলয় থামানো যায় না। সরকারের উচিত বিরোধী দলকে দমনের চেষ্টা বাদ দিয়ে সরকারের ভেতর যেসব কুলাঙ্গার রয়েছে তাদেরকে ড্যামেজ করে দেয়া।

বিচারপতি শামসুদ্দিনের বেতন ভাতা বন্ধ করে দেয়া যৌক্তিত উল্লেখ করে রিপন বলেন, প্রধান বিচারপতির উপর অভিযোগের কালিমা লেপন করতেই নানা অভিযোগ এনে তিনি তার অভিশংসন চেয়েছেন।

রিপন বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে অভিশংসন দাবি করার সুযোগ না থাকলেও এরকম অভিযোগ করা ইতিহাসে বিরল ঘটনা।

শামসুদ্দিন ইচ্ছাকৃতভাবেই প্রধান বিচারপতির সম্মানের জায়গায় হাত দিয়েছেন অথচ এর চেয়ে গুরুতর অভিযোগ রয়েছে শামসুদ্দিনের বিরুদ্ধে রয়েছে। প্রধান বিচারপতিকে নিয়ে শামসুদ্দিন যে মন্তব্য করেছে তা কুরুচিসম্পন্ন বলেও মন্তব্য করেন রিপন।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির দায়িত্ব কে পালন করবেন এরকম প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘বিশ্বের যেখানেই তিনি যাবেন সেখান থেকেই সিদ্ধান্ত জানাতে পারবেন। উই আর ভেরি মাচ টাচ উইথ হার।’

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।