দুদক মহাপরিচালকসহ ৯ মুক্তিযোদ্ধার সনদ অনুসন্ধানের সিদ্ধান্ত


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২২ অক্টোবর ২০১৪

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কামরুল হোসেন মোল্লাসহ ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

সম্প্রতি দুদকের ওই ৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ ওঠে। আর এর প্রেক্ষিতে এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিলো দুদক।

দুদকের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লাসহ আরও যাদের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হবে তারা হলেন- দুদকের পরিচালক গোলাম ইয়াহিয়া, আবদুল আজিজ ভূঁইয়া, উপ-পরিচালক আবদুস সামাদ, এস এম গোলাম মওলা সিদ্দিকী, সাবেক উপ-পরিচালক রঞ্জন কুমার মজুমদার।

বাকী তিন কর্মচারী হলেন- সহকারী পরিদর্শক আবদুস সোবহান, এএসআই নূরল ইসলাম ও ইসহাক ফকির।

দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে দুই সদস্যের একটি টিম তাদের বিরুদ্ধে তদন্ত করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।