২২ নভেম্বর বিপিএলের তৃতীয় আসর শুরু


প্রকাশিত: ০২:০৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

বিপিএলের তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিএল শুরুর দিনক্ষণ ও মালিকানা ঘোষণা করা করে বিসিবি।

এদিকে শেষ পর্যন্ত কুমিল্লাকে নিয়েই বিপিএলের তৃতীয় আসরের ছয় দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজশাহী ও খুলনা বাদে বাকি পাঁচটি বিভাগ থেকে থাকছে অন্য পাঁচটি দল। ছয়টি দলই বিসিবির সব শর্ত পূরণ করেছে।
 
কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে রয়্যাল স্পোর্টস। অন্য দলগুলোর মধ্যে ঢাকার বেক্সিমকো গ্রুপ, রংপুরের আই স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডিবিএল গ্রুপ, বরিশালের জন্য এক্সিওম টেকনোলজিস ও সিলেটের মালিকানা পেয়েছে আলিফ গ্রুপ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।