নেপালে দ্বিতীয় ম্যাচেও হেরেছে ভলিবল দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৭ পিএম, ২০ আগস্ট ২০১৯

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা উদ্ধারের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশন দলকে প্রস্তুতির জন্য প্রায় ৮০ লাখ টাকা খরচ করে ইরান পাঠিয়েছিল।

কিন্তু উচ্চ প্রশিক্ষণ করেও হরষিত বিশ্বাসরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারছেন না। নেপালে চলমান টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপের দুটি ম্যাচ হেরেছে পরপর।

গতকাল (সোমবার) উজবেকিস্তানের কাছে হারের পর আজ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারানো জরুরী ছিল বাংলাদেশের জন্য। কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছে ৩-২ সেটে।

দুই সেট জেতায় বাংলাদেশ অবশ্য একটি পয়েন্ট পেয়েছে। আর এই এক পয়েন্ট বাংলাদেশের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের।

আজ অন্য ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে তুর্কমেনিস্তান। বুধবার এই তুর্কমেনিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সম্ভাবনা তৈরি হবে। তখন ভাগ্য নির্ধারণ হবে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।