কাওড়াকান্দি নৌরুটে ঈদ প্রস্তুতি শুরু


প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

আসন্ন ঈদুল আজহায় যাত্রী সেবা নিশ্চিত করতে পরিবহন ও নৌ সংশ্লিষ্টদের নিয়ে মঙ্গলবার দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে প্রশাসনের ঈদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই পুলিশসহ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলমান নাব্যতা সঙ্কট নিয়ে শঙ্ক প্রকাশ করেছেন মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন।

প্রস্তুতি সভায় ঘাটের লঞ্চ, ফেরি, স্পিডবোট, বিভিন্ন যানবাহনের কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন। শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদারের সভাপত্বিতে সভায় আরো বক্তব্য রাখেন মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।

সভায় ঘাটে লোকাল যানবাহন ঢুকতে স্টিকার, অস্থায়ী ডিভাইডার, অতিরিক্ত ভাড়া ও যাত্রী নিয়ন্ত্রণে প্রায় ৫শ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, মোবাইল কোর্ট নিয়োজিত, গরুর ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।

এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।