টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব : মুশফিক
বিশ্বকাপ ও তারপর কয়েকটি হোম সিরিজে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানোও টাইগাররা এখন দারুণ আত্মবিশ্বাসী। যা মুশফিকের কণ্ঠে আরও স্পষ্ট শোনা গেলো। আবেগ নয়, কেবল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সম্ভব।
অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এলিট ক্যাম্পের বেশির ভাগ ক্রিকেটার বাংলাদেশ `এ` দলের হয়ে ভারত সফরে গেলেও বাকীদের নিয়েই এদিন ইনডোরে অনুশীলনে নেমে পড়েন কোচ হাথুরুসিংহে। সংখ্যায় কম হওয়ায় কোচের নজর ছিলো এদিন সাকিব-মুশফিকদের ব্যাটিং অনুশীলনকে ঘিরেই।
এদিকে ইনজুরি ও বিশ্রাম দেয়ার কারণে কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরের আসছে তরুণ অস্ট্রেলিয়া দল। তবে মুশফিকের মতে, অস্ট্রেলিয়া সবসময়ই শক্তিশালী। দলে কে আছে আর কে নেই সেটা টাইগারদের কাছে মুখ্য বিষয় নয় বলেও মনে করেন টেস্ট অধিনায়ক।
এমআর