ম্যাচ রেফারির পদ ছাড়ছেন মহানামা
আইসিসির এলিট ম্যাচ রেফারির পদ ছাড়ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রৌশন মহানামা। পরিবারকে সময় দিতে এবং শ্রীলঙ্কায় নিজের ব্যবসায় আরও নজর দিতে স্বেচ্ছায় অবসর নেবেন এই শ্রীলঙ্কান।
২০০৪ সালে আইসিসির এলিট প্যানেল ম্যাচে রেফারি হিসেবে যোগ দেন মহানামা। দ্বীপরাষ্ট্রের হয়ে ৫৮টি টেস্ট, ২২২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে রেফারি ছিলেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। তার ক্রিকেট ক্যারিয়ারও ছিল অত্যন্ত উজ্জ্বল। ম্যাচ রেফারি হিসেবেও যথেষ্ট সুনাম কুড়িয়েছেন মহানামা। তিনটি বিশ্বকাপ ও ২০০৯-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন মহানামা।
অবসর নিয়ে মহানামা জানান, ‘সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই কঠিন ছিল। আমি ভীষণ ক্রিকেট অনুরাগি। প্রায় ৪০ বছর ক্রিকেটের সঙ্গে আমি জড়িয়ে রয়েছি।’
আরটি/এআরএস/এমএস