হকির উপদেষ্টা কোচ ভারতের অজয় কুমার বানসাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৯ আগস্ট ২০১৯

বাংলাদেশের হকির উপদেষ্টা কোচ হয়ে আসছেন ভারতের অজয় কুমার বানসাল। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে তাকে উপদেষ্টা কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে। ১৫ আগস্ট রাতে অভিজ্ঞ এই কোচের ঢাকায় আসার কথা রয়েছে।

আগামী ৯-১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য জুনিয়র ওমেন্স এএইচএফ কাপ সামনে রেখে অনূর্ধ্ব-২১ নারী দলের সাথে কাজ করবেন তিনি। এছাড়া আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পও দেখভাল করবেন।

৬০ বছর বয়সী অজয় কুমার বানসাল ভারতের অন্যতম অভিজ্ঞ হকি কোচ। ভারতীয় অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তিনটি স্বর্ণ ও দুটি রৌপ্য জিতেছেন। ভারতীয় ক্রীড়াঙ্গনে অর্জুন, রাজীব গান্ধী খেলরত্ন, দ্রোণাচার্যসহ সব পুরস্কারই জিতেছেন তিনি।

বানসালের প্রধান দায়িত্ব থাকবে সিঙ্গাপুরগামী নারী দলকে প্রস্তুত করা। এ যাত্রায় তিনি ১৫ দিনের জন্য ঢাকায় আসবেন। ফেডারেশন চেষ্টা করবে তিনি যাতে আরো বেশিদিন থাকেন।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।