স্টার্কও আসছেন না বাংলাদেশে!


প্রকাশিত: ০৭:২০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারুণ্য নির্ভর এই দলে নেই পুরনো অনেক খেলোয়াড়। পাশাপাশি তারা বিশ্রাম দিয়েছে দলের সেরা দুই পেসার জনসন এবং হেজেলউডকে। এবার আরেক তারকা বোলার মিশেল স্টার্ককে নিয়ে ভাবনায় পরে গেছে তারা। সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে মিশেল স্টার্কের গোড়ালির ইনজুরির একমাত্র পূর্ণ সমাধান হচ্ছে সার্জারি।

সিএ আরও জানায় তারা মিশেল স্টার্কের গোড়ালির ইনজুরির নিয়মিত দেখাশুনা করছেন। তবে এই মুহূর্তে তার সার্জারির প্রয়োজন নেই। তবে ব্যথা বাড়লে হয়তো খুব শীঘ্রই দেখা যেতে পারে তাকে ছুরি কাঁচির নিচে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট আলেক্স কউনটউরস জানান, ইংল্যান্ড সফর থেকেই অ্যাড্রিনাল গ্রন্থি নিঃসৃত এক ধরনের হরমোন ইনজেকশন দ্বারা তার ইনজুরি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে সাম্প্রতিক স্ক্যান রিপোর্টে তেমন কোন বড় ধরনের ক্ষত দেখা যায়নি তাই এই মুহূর্তেই সার্জারি জরুরি নয়। তবে পাঁচ মাসের ভিতরেই তাকে সার্জারি করাতে হবে।

এই বাঁ হাতি পেসার গত ১৮ মাস যাবত টানা ক্রিকেট খেলে যাচ্ছেন।  ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বিশ্রামের আগে ২০১৫ মৌসুমের ২৬টি ম্যাচ খেলেছেন এই তারকা।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।