আনন্দে ভাসছে ময়মনসিংহবাসী


প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহকে বিভাগ অনুমোদন দেয়ায় আনন্দে উদ্বেলিত ময়মনসিংহবাসী। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে নিকারের বৈঠকে ময়মনসিংহ বিভাগ অনুমোদন দেয়া হয়।

এদিকে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকেও অভিনন্দন জানান।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা। দেশের অন্যতম এই বৃহত্তম জেলার সঙ্গে সংযুক্ত ছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ। ইতিহাস-ঐতিহ্য আর মহুয়া-মলুয়া খ্যাত ময়মনসিংহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল বিভাগ ঘোষণার। এরপর জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সংগঠন বিগত প্রায় একযুগেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলনে নামে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার দাবিতে।

বিগত কয়েকটি জাতীয় নির্বাচনী জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া একাধিকবার ময়মনসিংহকে বিভাগ করার ঘোষণা দিলেও তা কখনোই আলোর মুখ দেখেনি, বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্কিট হাউজ মাঠে ঘোষণা দেন।

এরপর বিভাগ ঘোষণার দাবি নিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান একাধিকবার সংসদে উত্থাপন করলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে। কিন্তু বাঁধ সাধে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। এই দুই জেলার বিরোধীতার কারণে বিলম্ব হয় বিভাগে উন্নীতকরণ কার্যক্রমের। এরপর গত জানুয়ারিতে মন্ত্রিপরিষদের বৈঠকের ময়মনসিংহকে বিভাগ ঘোষণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে নিকারের বৈঠকে ময়মনসিংহ বিভাগ অনুমোদন দেয়া হয়। এখবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লে ময়মনসিংহ শহরে আনন্দের বন্যা বয়ে যায়। একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাস করে।


এদিকে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালামের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।

বিভাগ ঘোষণা করায় বিকেলে পৌর মেয়র ইকরামুল হক টিটুর পক্ষ থেকে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আনন্দে উৎফুল্ল শহরবাসী নেচে-গেঁয়ে আনন্দ-উল্লাস করে। ময়মনসিংহ বিভাগ হওয়ার আনন্দে পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়।

আতাউল করিম খোকন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।