অবসরে গেলেন ডা. প্রাণ গোপাল


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিএমএমইউ এর সাবেক ভিসি প্রফেসর ডা. প্রাণ গোপাল স্বেচ্ছা অবসরের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে তিনি নাক, কান ও গলা বিভাগের চেয়ারম্যান ডা. কামরুল হাসান তরফদারের রুম এ যান।
নিয়মানুসারে তার কাছ থেকে ফরোয়ার্ডিং নিয়ে চিঠি ভিসি ডা. কামরুল হাসানের কাছে জমা দেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে ডা. প্রাণ গোপাল এ তথ্য নিশ্চিত করে বলেন, বিসিএস ক্যাডার অফিসারের পদত্যাপত্র জমা দেয়ার সাথে সাথে তা কার্যকর হয়ে যায়।

এর আগে রোববার রাত ৯টায় জাগো নিউজের সঙ্গে আলাপকালে সাবেক এই ভিসি এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।