মহসিন আলীর মৃত্যুতে মন্ত্রিসভার শোক


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গৃহিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। নিয়মিত এজেন্ডার বাইরে বৈঠকের শুরুতেই মহসিন আলীকে স্মরণ করে শ্রদ্ধা জানান বৈঠকে অংশ নেয়া মন্ত্রী ও কর্মকর্তারা।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত দু’দিনে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। এজন্য তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপরেই সোমবার সকালে মারা যান তিনি। মন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

গত ১০ সেপ্টেম্বর তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।