নাশকতার মামলায় আমানের জামিন
নাশকতার নয় মামলায় হাইকোর্টের একই বেঞ্চ থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। রোববার হাইকোর্টের বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে আমানের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগীল হোসেন লিওন। জামিনের বিরোধিতা করে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
গত জানুয়ারীতে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মাদ, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ৯ মামলায় জামিন দেন আদালত। এ মামলাগুলোতে জামিনের মেয়াদ ছয়মাস থাকবে বলে জানিয়েছেন আইনজীবী সগীর হোসেন লিওন।
এ নিয়ে মোট ৬৯ মামলায় ৩১টিতে জামিন পেলেন আমান উল্লাহ আমান।
এফএইচ/এএইচ/আরআইপি