বান্ধবী হত্যার দায়ে পিস্টোরিয়াসের ৫ বছরের জেল


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২১ অক্টোবর ২০১৪

দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগ প্রমাণিত না হলেও ‘নরহত্যার’ দায়ে তাকে এই শাস্তি দিয়েছেন আদালত। আর অস্ত্র আইনে ‌‌‘ব্লেড রানার’ খ্যাত এই অ্যাথলেটকে আরো তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

বিচারক থোকোজিলে মাসিপা মঙ্গলবার এই রায় ঘোষণা করেছেন। এর আগে গত মাসে পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যদিও বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহিত দিয়েছেন।।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেছিলেন পিস্টোরিয়াস। তবে ২৭ বছর বয়সী পিস্টোরিয়াসের দাবি, বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য তিনি গুলি চালিয়েছিলেন। তাতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন বাথরুমে থাকা স্টিনক্যাম্প।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।