কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দুটি অনুষদে নতুন দুইজন ডিন নিযুক্ত করা হয়েছে। নিয়োগ পাওয়া শিক্ষকরা আগামী ২ বছর এ পদে বহাল থাকবেন।

সিকৃবির রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন হিসেবে ক্রপ বোটানি অ্যান্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলাম এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর মিটু চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। 
বৃহস্পতিবার সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত নতুন ডিন নিয়োগ সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ জারি করা হয়।

প্রসঙ্গত, এর আগে বেসিক সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের প্রফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ কৃষি অনুষদের ডিন এবং এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস বিভাগের প্রফেসর ড. শাহজাহান মজুমদার কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের দায়িত্ব পালন করেন।

ছামির মাহমুদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।