ভিসা জটিলতায় অনিশ্চিত জিমিদের থাইল্যান্ড যাত্রা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১০ জুলাই ২০১৯

আজ (বুধবার) দুপুরে বিমান বাহিনীর ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ইনডোর এশিয়া কাপ হকির ১২ সদস্যের চূড়ান্ত দল। ১৫ জুলাই থাইল্যান্ডের চুনবুরিতে শুরু হবে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের থাইল্যান্ড রওয়ানা হওয়ার কথা। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত দলের থাই ভিসা মেলেনি।

কয়েকদিন ধরে বাংলাদেশ হকি ফেডারেশন থেকে ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসে যোগাযোগ করে চলছে। আজ ভিসা না পেলে নির্ধারিত সময়ে হকি দলের থাইল্যান্ড যাওয়া নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। কবে ভিসা পাবে আর কবে যাবে সেটা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি আবদুর রশিদ শিকদার বুধবার বিকেলে জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমাদের লোক দূতাবাসে আছেন। আশা করি রাতের মধ্যে দলের সবার ভিসা হয়ে যাবে।’

এই টুর্নামেন্টের মাধ্যমে জিমি-শিটুলদের আন্তর্জাতিক ইনডোর হকির সঙ্গে পরিচয় হচ্ছে। প্রথম অংশ গ্রহণে যাতে বাংলাদেশ ভালো ফলাফল করে সে উদ্দেশ্যে হকি ফেডারেশনের নতুন কমিটি ইরান থেকে কোচ এনে খেলোয়াড়দের টেনিংয়ের ব্যবস্থা করেছে।

টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া, ফিলিপাইন ও স্বাগতিক থাইল্যান্ড। 'বি' গ্রুপের দলগুলো হচ্ছে- চাইনিজ তাইপে, কাজাখস্তান, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৫ জুলাই মালয়েশিয়ার বিরুদ্ধে।

‘এ’ গ্রুপ : বাংলাদেশ, ইরান, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইর্ল্যাড।

‘বি’ গ্রুপ : চাইনিজ তাইপে, কাজাখস্তান, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর ও উজবেকিস্তান।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো

১৫ জুলাই : বাংলাদেশ-মালয়েশিয়া
১৬ জুলাই : বাংলাদেশ-ইরান
১৭ জুলাই : বাংলাদেশ-ফিলিপাইন
১৮ জুলাই : বাংলাদেশ-থাইল্যান্ড

বাংলাদেশ হকি দল
অসীম কুমার গোপ, আবু সাঈদ নিপ্পন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রোমান সরকার।

প্রধান কোচ : হামিদরেজা বোখারাই।
কোচ : জাহিদ হোসেন রাজু।
ম্যানেজার : জামিল আবু নাসের।

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।