আতলেতিকোর বিপক্ষে মেসিকে পাচ্ছে না বার্সা!


প্রকাশিত: ১১:১৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

স্প্যানিশ লা লিগায় শনিবার ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। একই সময়ে দ্বিতীয় সন্তানের জনক হচ্ছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। তাই ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে মেসিকে নাও পেতে পারে কাতালান ক্লাবটি। আতলেতিকো মাচের আগে দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মেসি। তবে ক্লাব থেকে এখনও কোন কিছু চূড়ান্ত ভাবে জানানো হয়নি।

স্পেনের বেশ কয়েকটি গণমাধ্যম ঢালাও করে প্রচার করেছে দ্বিতীয় সন্তান জন্মের সময়ে স্ত্রীকে সময় দেয়ার জন্য ছুটি দেয়া হচ্ছে এই আর্জেন্টাইনকে।

এদিকে, মেসিকে ছুটি দেয়ার ব্যপারে বেশ ভাবতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। কারণ ইনজুরির কারণে ইতোমধ্যেই ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ ও গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। এছাড়াও নিষেধাজ্ঞার কারণে দলে নেই জেরার্ড পিকে। তাই মৌসুমের বড় পরীক্ষার আগে দুশ্চিন্তার ছাপ পড়েছে কোচ লুইস এনরিকের।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।