নেশার টাকা না পেয়ে স্ত্রীর বাড়িতে আগুন
মাদকাসক্ত স্বামীর অত্যাচার থেকে রেহাই পেতে সন্তানকে নিয়ে আলাদা বাড়ি করে কোনো ভাবে সংসার চালাচ্ছিলেন কবিতা বেগম (২৫)। সেখানেও শান্তিতে নেই কবিতা। নেশাগ্রস্ত স্বামী ফারুক (৩৬) প্রায় হানা দিত টাকার জন্য।
সর্বশেষ নেশার টাকা না পেয়ে স্ত্রীর সেই বাড়িও পুড়িয়ে দিয়েছে ফারুক। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামে।
মাদকাসক্ত স্বামী ফারুকের বাড়ি বেনাপোল পোর্টথানার ছোট আঁচড়া গ্রামে। আর স্ত্রী কবিতা বেগমের বাবার বাড়ি একই থানার নামাজগ্রামে। এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ দায়ের করেন কবিতা।
কবিতা বেগম জানান, নেশার টাকার জন্য তার স্বামী তাকে প্রায় মারধর করতেন। সংসারের কোনো খোঁজ-খবর রাখতেন না। তার উপর আরেকটি বিয়ে করায় স্বামীর বাড়ি ছেড়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি।
এরপর স্থানীয় একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ নেন তিনি। এভাবে টাকা জমিয়ে বছর দুই আগে দুই কাঠা জমি কিনে ছোট একটি ঘর তৈরি করেন কবিতা। সেখানেই সন্তানকে নিয়ে থাকেন তিনি।
কিন্তু এখানেও স্বামীর হাত থেকে নিস্তার নেই তার। প্রায়ই তার স্বামী এ বাড়িতে এসে নেশার টাকা চাইতেন। না দিলে মারধরও করতেন। বাধ্য হয়ে তিনি মাঝে মধ্যে কিছু টাকা দিতেন।
বুধবার রাতে তার স্বামী বাড়িতে এসে আবারো নেশার জন্য পাঁচশ’ টাকা দাবি করেন। কিন্তু তিনি টাকা দিতে না চাইলে তাকে মারধর করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান ফারুক।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কবিতা বেগম অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মো. জামাল হোসেন/এসকেডি/পিআর