স্কুল হ্যান্ডবলে জয়ী সানিডেইল


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

পোলার আইসক্রীম ২৩তম স্কুল হ্যান্ডবল খেলায় বালিকা এবং বালক উভয় বিভাগে জয় পেয়েছে সানিডেইল। একই দিনে স্কলাসটিকার মেয়েরা জয় পেলেও হেরে গেছে ছেলেদের দল।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে সানিডেইল ১৬-০ গোলে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিলো। সানিডেইলের পক্ষে তাসনিহা ৬টি ও নিকিতা ৫টি গোল করেন।

দ্বিতীয় খেলায় স্কলাসটিকা ৮-১ গোলে বি.আই.এস.সিকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো। স্কলাসটিকার পক্ষে ইসরাত ৪টি গোল করেন।

তৃতীয় খেলায় সানিডেইল ১৬-০ গোলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিলো। সানিডেইলের পক্ষে নিকিতা রহমান ৫টি গোল করেন।

পরের খেলায় স্কলাসটিকা ৮-০ গোলে শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিলো। স্কলাসটিকার পক্ষে লাইনা ও নুহা যথাক্রমে ৩টি করে গোল করেন।

বালক বিভাগের সানিডেইল ২৪-৫ গোলে ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৫-৩ গোলে এগিয়ে ছিলো। সানিডেইলের পক্ষে ওয়াসিফ ৯টি ও সালমান রহমান ৬টি গোল এবং ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলের পক্ষে স্বপন ৪টি গোল করে।

দ্বিতীয় খেলায় নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১৭-৮ গোলে স্কলাসটিকাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৬-৪ গোলে এগিয়ে ছিলো। নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে মনির হোসেন ৯টি গোল করে।

এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘পোলার আইসক্রীম ২৩তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি.আই.জি জনাব মোঃ ইব্রাহিম ফাতেমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।