তিন ঘণ্টায় চট্টগ্রাম যাবে বুলেট ট্রেন : রেলমন্ত্রী
যানজট নিরসনে এবং যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালুর প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে সংসদকে জানিযেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এই ট্রেনটির মাধমে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র মাত্র তিন ঘণ্টা সময় লাগবে বলেও জানান রেলমন্ত্রী।
বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরজাহান বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, দ্রুতগামী এ বুলেট ট্রেন চালানোর জন্য চায়না রেলওয়ে গ্রুপ অব কোম্পানি ও চায়না সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। তারা ঢাকা-চট্টগ্রাম দ্রুতগামী ট্রেন চালাতে সম্মত হয়েছে। এ বিষয়টির প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জাসদের এমপি মঈন উদ্দিন খান বাদলের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, দোহাজারী-রামু-কক্সবাজার এবং দোহাজারী-রামু-গুনদুম পর্যন্ত ট্রেন লাইন স্থাপনের জন্য ইতোমধ্যে এডিবি অর্থায়নের জন্য সম্মতি জ্ঞাপন করেছে। প্রকল্পটি অতি তাড়াতাড়ি বাস্তবায়নের কাজ শুরু করা হবে।
মুজিবুল হক বলেন, আসন্ন ঈদ উল আজাহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়তে ছয় জোড়া বিশেষ ট্রেন যুক্ত করা হবে। সেই সঙ্গে রেলের বহরে ২৫টি ইঞ্জিন ও ১৩৮টি কোচ জোড়া হবে।
তিনি বলেন, রেলওয়ে ইতোমধ্যে ৪৪টি ইঞ্জিন বিদেশ থেকে আমদানি করেছে। আগামী জানুয়ারিতে ভারতের এলওসি ঋণে ১২০টি বগি ও এডিবির ঋণে ইন্দোনেশিয়া থেকে ১৫০টি বগি আসবে। জানুয়ারিতে এর প্রথম কিস্তি আমাদের হাতে পৌঁছাবে। এসব ইঞ্জিন ও বগি এসে গেলে যাত্রীরা আরো বিশেষ সুবিধা পাবেন।
রেলমন্ত্রী আরো বলেন, যানজট নিরসনে বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন রুটে কমিউটার ট্রেন চালু করেছে। এছাড়া ঢাকা-টঙ্গি তৃতীয় ও চতুর্থ লেন এবং ঢাকা-জয়দেবপুর ডাবল লাইন করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এটি সম্পন্ন হলে ট্রেনের সংখ্যাও বাড়বে। যার ফলে ঢাকা শহরের যানজট কিছুটা কমবে।
এইচএস/এসকেডি/বিএ