পাকিস্তানের নিরাপত্তায় সন্তুষ্ট বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চার সদস্যের পরিদর্শক দল পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছে। এ সফরে তারা পাকিস্তানের করাচি স্টেডিয়াম ও লাহোর সফর করেন।

প্রতিনিধি দলের প্রধান মেজর(অব) হোসেন ইমাম পাকিস্তানে এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে ফিরেই আমি এই সফরের রিপোর্ট প্রকাশ করবো যাতে করে পিসিবি ও বিসিবি চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

দেশে ফিরে নিরাপত্তা পরিদর্শক দলটির প্রতিবেদনের ওপর বাংলাদেশের নারী ক্রিকেটারদের পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারণ হবে। সবুজ সংকেত পেলে সেপ্টেম্বরের ২৭ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত পাকিন্তান সফর করবে সালমাবাহিনী। এ সময়ে তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা রয়েছে দলটির।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।