বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫৬ এএম, ১৮ জুন ২০১৯

বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক বার্তায় তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশের অবিস্মরণীয় এ বিজয়ে দেশবাসীর সঙ্গে আমিও আনন্দিত ও গর্বিত। আশাকরি, ভবিষ্যতেও বাংলাদেশের জয়ের এ ধারা অব্যাহত থাকবে। ক্রিকেটারদের আজকের এই পারফরম্যান্স বিশ্বকাপ ক্রিকেটের অন্যান্য ম্যাচে ও প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।

সোমবার যুক্তরাজ্যের টনটনে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টাইগাররা। এ নিয়ে এ বিশ্বকাপে দুই জয় পেল বাংলাদেশ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।