২-০ তে পিছিয়ে বাংলাদেশ
২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে আছে স্বাগতিকরা।
ম্যাচ শুরুর ১৩ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় জর্ডান। আবদাল্লাহ দীপ পেনাল্টি থেকে গোল আদায় করে জর্ডানকে এগিয়ে নেন। ম্যাচের ৩৩ মিনিটে জটলার মধ্য থেকে গোল আদায় করে জর্ডানকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় মন্থের আবু আমারা।
শক্তির বিচার করলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে জর্ডান। ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১৭৩ নম্বরে সেখানে জর্ডানের অবস্থান ৯১তম। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের বলার মতো কিছু না থাকলেও জর্ডানের সাফল্য ঈর্ষণীয়। দেশটি এএফসি এশিয়ান কাপে ২০০৪ ও ২০১১ সালে শেষ আটে খেলেছে।
এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-৫ গোলের বড় ব্যবধানে হেরেছে মামুনুলরা। আর অপরদিকে কিরগিজস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে জর্ডান।
বাংলাদেশ দল: রাসেল মাহমুদ (গোলরক্ষক), তপু বর্মণ, ইয়াসিন খান, মুন্না ইয়ামেন আহমেদ, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম(অধিনায়ক), জাহিদ হাসান এমিলি, নাসিরুল ইসলাম, মোনায়েম খান রাজু, আতিকুর মিশু, জুয়েল রানা।
আরটি/এমআর