ইতিহাস গড়ে অলিম্পিকে বাংলাদেশের রোমান সানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১৩ জুন ২০১৯

নেদারল্যান্ডে চলমান ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের রোমান সানা। এ সাফল্যে রোমান গড়েছেন নতুন ইতিহাস, অর্জন করেছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা।

তবে রোমান হেরে গেছেন সেমিফাইনালে। তিনি ফাইনালে উঠলে আরও রাঙাতে পারতেন তার এ অর্জনকে। রিকার্ভ পুরুষ এককে সানা ৭-৩ সেটে হেরেছেন মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে। রবিবার রোমান সানা নামবেন ব্রোঞ্জের লড়াইয়ে।

এর আগে কোয়ার্টার ফাইনালে রোমান স্বাগতিকদের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পেয়েছিলেন সেমিফাইনালের টিকিট।

প্রি-কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-৪ সেটে হারিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিনকে। আর তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে হারিয়েছিলেন ৬-৪ সেট পয়েন্টে।

আরআই/এসএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।