সমস্যার সমাধান দিচ্ছে সন্ধান ডটকম
রাজধানীর বনানীসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইন্টারনেট উইক-২০১৫’। তিন দিনব্যাপী এ মেলা সোমবার শেষ হয়। মেলায় অংশ নেয়া ‘সন্ধান ডটকম’ বিভিন্ন সমস্যার সমাধান দেয়।
‘ডাক্তার থেকে ইলেক্ট্রিশিয়ান, বাবুর্চি থেকে বিউটিশিয়ান যা কিছু প্রয়োজনীয় সন্ধান করুন’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে এ ওয়েব পোর্টাল।
সন্ধানের প্রতিষ্ঠাতা নাজমুল জানান, সন্ধানে ৬ হাজার ক্যাটাগরির প্রায় ৬ লাখ নিত্য প্রয়োজনীয় ডাটাবেস রয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ ভেরিফাই করা।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিশ্রম এই সন্ধান। আমার টিম গত ২ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরে ডাটা সংগ্রহ করেছে। এটাকে বড়সড় তথ্যভাণ্ডারে পরিণত করতে আমরা কাজ করে যাবো। এখান থেকে মানুষ খুব সহজেই তার প্রয়োজন মেটাতে পারবেন। মানুষের চাহিদার বিষয়টি মাথায় রেখে পোর্টালটি আরও স্মার্ট করে সাজিয়ে আগামী নভেম্বর-ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
নাজমুল বলেন. ভবিষ্যতে কল সেন্টার চালু করে বিনামূল্যে মানুষের নিত্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।
২০১৫ সালের ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে ‘সন্ধান ডটকম’। সান্ধান’র মাতৃপ্রতিষ্ঠান হিসেবে রয়েছে গণনা টেকনোলজিস।
এআরএস/একে/এমএস