শাহাদাতের নিন্দায় বিশ্বমিডিয়া


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন দম্পত্তির বাসায় কিশোরী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ক্রিকেটের মাঠ থেকে এখন তিনি ফেরারী আসামী। দেশি গণমাধ্যমের সাথে বিদেশি গণমাধ্যমেও শুরু হয়েছে শাহাদাতের নিন্দার ঝড়।  

ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি ‘গৃহপরিচারিকা নির্যাতনের কারণে বাংলাদেশি ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি’ – শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।

একই দেশের আরেকটি সংবাদমাধ্যম ক্রিকেট কাউন্ট্রি লিখেছে, ‘১১ বছর বয়সী পরিচারিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হবেন শাহাদাত।’

shahadat

অন্যদিকে ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইলেও প্রকাশিত হয়েছে শাহাদতের এই ঘটনা। তারা লিখেছে, ‘গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।’

দক্ষিণ আফ্রিকার ‘ফাস্ট পোস্ট’ লিখেছে, ‘গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি।’

উইজডেন ইন্ডিয়া নামের আরো একটি সংবাদমাধ্যমও একই ধরণের খবর প্রকাশ করেছে।

প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর কালশী থেকে পল্লবী থানা পুলিশ শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে। হ্যাপি তার ওপর অমানবিক নির্যাতনের জন্য শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে দায়ী করে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।