খুলনা হবে অর্থনৈতিক জোন


প্রকাশিত: ১০:০১ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

খুলনার বটিয়াঘাটায় মেরিন একাডেমি স্থাপন হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে নিদের্শ দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী খুলনাকে অর্থনৈতিক জোন করার কথাও বলেছেন।

সোমবার দুপুরে মহানগর আওয়ামী লীগের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

মিজানুর রহমান বলেন, রোববার বিকেলে খুলনা সফরকালে বানৌজা তিতুমীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে খুলনায় মেরিন একাডেমি স্থাপনের জন্য আবেদন জানানো হয়। এসময় তিনি মেরিন একাডেমি স্থাপনের জায়গা নির্ধারণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবিলম্বে প্রস্তাবনা পাঠিয়ে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মিজান বলেন, খুলনার বটিয়াঘাটা উপজেলায় মেরিন একাডেমির স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করে অচিরেই খুলনাবাসীর দীর্ঘ ৪০ বছরের দাবি পূরণ করা হবে।

তিনি বলেন, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বলেন, খুলনার মানুষের জন্য সব ধরনের উন্নয়ন আমি করবো। এ অঞ্চলের মানুষের কোনো চাহিদাই অপূর্ণ রাখা হবে না। খুলনায় তিনি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করার কথাও বলেন। এছাড়া আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী খুলনায় জনসভা করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

প্রেস ব্রিফিংয়ে খুলনায় মেরিন একাডেমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

মহানগর আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, যুবলীগ নেতা হাফেজ শামীম, যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা তমাল কান্তি ঘোষ, ছাত্রলীগ নেতা এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।