টেস্টকে বিদায় জানালেন ওয়াটসন


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

ক্রিস রজার্স, মাইকেল ক্লার্কের পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি অ্যাশেজ হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই দলের সদস্য ছিলেন ওয়াটসন। পুরো দলের মত ওয়াটসনও ছিলেন নিষ্প্রভ। ওয়ানডেতে নিজেকে মেলে ধরলেও কিছুদিন ধরে টেস্ট ক্রিকেটে রীতিমত সংগ্রাম করছিলেন। টেস্ট ক্যারিয়ারের বেশির ভাগ সময় ইনজুরি ও ফর্মহীনতায় ভুগেছেন ওয়াটসন।

৩৪ বছর বয়সি ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্ট খেলেছেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে তার অভিষেক হয়। ৫৯ টেস্টে ৩৫.১৯ গড়ে ৩৭৩১ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল হাতে ৩৩.৬৮ গড়ে নিয়েছেন ৭৫ উইকেট।

এমআর/ আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।