এশিয়ান ইনডোর হকির প্রস্তুতিতে নেমে পড়ছেন জিমিরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২২ মে ২০১৯

আগামী ১৫ থেকে ২২ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান ইনডোর হকিতে অংশ নেবে বাংলাদেশ। এটাই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ হবে ইনডোর হকিতে।

প্রথম অংশগ্রহনের আগে খেলোয়াড়দের ভালোভাবে প্রস্তুত করেই নামাতে চায় বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটি। তাই তো প্রায় দুই মাস আগেই খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প শুরু করা হচ্ছে।

ফেডারেশন ইতোমধ্যে ৩৪ জন খেলোয়াড় ডেকেছে ক্যাম্পের জন্য। ইনডোরে বাংলাদেশ খেলবে একজন বিদেশি কোচের অধীনে। তবে নতুন বিদেশি কোচ নিয়োগের আগপর্যন্ত ক্যাম্প চলবে স্থানীয় দুই কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকুজ্জামানের অধীনে।

বৃহস্পতিবার বিকেল থেকে দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন দুই কোচ।

ইনডোর এশিয়ান কাপের ক্যাম্পে ডাক পেলেন যারা

অসমী গোপ, আল আমিন মিয়া , বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন ,মঈনুল ইসলাম কৌসিক, মো. আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ইমরান হাসান পিন্টু, সারোয়ার মোর্শেদ শাওন, মো. খোরশেদুর রহমান, শফিউল আলম শিশির, মো. ফরহাদ আহমেদ শিতুল, হাসান জুবায়ের নিলয়, মো. আশরাফুল ইসলাম, মো. মহসীন, কামরুজ্জামান রানা, আবেদ উদ্দিন, সোহানুর রহমান সবুজ, প্রিন্স লাল সামন্ত, সারোয়ার হোসেন, রেজাউল করিম বাবু, রোমান সরকার, মেহেদী হাসান, নাঈম উদ্দিন, তাহের আলী, ফজলে হোসেন রাব্বি, মো. রাকিন, রাসেল মাহমুদ জিমি, রাজু আহমেদ তপু, পুস্কর খীসা মিমো, আল নাহিয়ান শুভ, মিলন হোসেন ও সিফাত আহমেদ।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।