আবারো ফ্রান্সের কাছে পর্তুগালের হার


প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

এক বছর ধরে দুর্দান্ত খেলতে থাকা পর্তুগাল আবারো হেরেছে ফ্রান্সের সঙ্গে। গত অক্টোবরে ফ্রান্সের মাঠে ২-১ গোলে হেরে আসার পর প্রতিশোধের মিশনে এবার নিজেদের মাটিতে ১-০ গোলে হারলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এই নিয়ে টানা ৬ষ্ঠবার ফরাসিদের কাছে হারলো পর্তুগাল।

সর্বশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে একটিতেও জয়ের দেখা পায়নি পর্তুগাল। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা নিয়েও এদিন জয়বঞ্চিত থাকতে হলো তাদের। শুরু থেকেই অগোছালো খেলা খেলতে থাকে রোনালদোরা।

খেলার ৩১তম মিনিটে পিছিয়ে পড়তেও পারতো তারা। গোলরক্ষককে একা পেয়েও মিডফিল্ডার ব্লেইস মাতুইদি বল জালে জড়াতে ব্যর্থ হন। মাতুইদির দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিয়ো।

তবে ৪১ মিনিটে এগিয়ে যেতে পারতো পর্তুগালও। রোনালদোর দুর্দান্ত ফ্রিকিক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক হুগো লরিস। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দারুণ সুযোগ পয় ফ্রান্স। জুভেন্টাস তারকা পল পগবার সঙ্গে দলে দেয়া নেয়া করে বারে শট নেন অ্যান্টোনি গ্রিজমান। গোলরক্ষকের দৃঢ়তায় আবারো রক্ষা পায় পর্তুগাল। ৫৪ মিনিটে মর্গান স্নেইডার্লিনের কাছ থেকে বল পেয়ে দারুণ শট করেছিলে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।

তবে গোলরক্ষক রুই পাত্রিসিয়ো সহজেই সেই বল গ্লাভসবন্দি করেন। পুরো ম্যাচে নিস্প্রভ থাকা রোনালদোকে ৬৭ মিনিটে তুলে নেন কোচ ফের্নান্দো সান্তোস।

৭১ মিনিটে বেনজেমার দুর্দান্ত ফ্রিকিক ফিরিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিয়ো। তবে ৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় ভালবুয়েনার ফ্রিকিক আর ফেরাতে পারেননি তিনি। ২০ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান ভালবুয়েনা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

আরটি/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।