আরচারি বিশ্বকাপ থেকে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১২ মে ২০১৯

তিন আরচার রোমান সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল রিকার্ভ দলগত পুরুষ বিভাগের সেমিফাইনালে ওঠার পরই বিশ্বকাপ আরচারি স্টেজ-২ থেকে একটি পদকের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের।

দেশের তিন আরচার সেমিফাইনালে তুরস্কের কাছে হেরে টিকে থাকেন ব্রোঞ্জের লড়াইয়ে। সেখানেও ব্যর্থ বাংলাদেশের আরচাররা।

রবিবার চীনের সাংহাইয়ে বাংলাদেশের তীরন্দাজরা তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ৬-২ সেট পয়েন্টে হেরেছেন দক্ষিণ কোরিয়ার কাছে। এর মধ্যে দিয়ে প্রতিযোগিতা থেকে বাংলাদেশ ফিরছে শূন্য হাতেই।

এ ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল ভারতকে ৫-২ সেটে হারিয়ে। তার আগে বাংলাদেশের এই তিন আরচার হারিয়েছেন ৫-৩ সেটে নেদারল্যান্ডকে এবং ৫-৪ সেটে বেলজিয়ামকে।

আরআই/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।