ইতালি-বেলজিয়ামের জয় : হেরেছে নেদারল্যান্ড


প্রকাশিত: ০৭:৫১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

ইউরো ২০১৬’র বাছাইয়ে গ্রুপপর্বের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ইতালি ও বেলজিয়াম। তবে হার নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ড।

গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে মাল্টার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইতালি। দলটির হয়ে মাঠে নেমেছিলেন বুফন, পিরলো, চিয়েলিনি, বুনচ্চি ও ভেরাত্তির মতো তারকা খেলোয়াড়রা। দিনের অপর ম্যাচে জয় পেয়েছে দুই নম্বরে থাকা বেলজিয়াম। ফেল্লাইনি, ডি ব্রুইন আর এডেন হ্যাজার্ডের গোলের সুবাদে বসনিয়াকে ৩-১ গোলে হারায় বেলজিয়ানরা। বসনিয়ার হয়ে একমাত্র গোলটি করেন রোমার তারকা স্ট্রাইকার এডিন জেকো।

sports in 1

তবে গ্রুপ ‘এ’ তে থাকা নেদারল্যান্ডস হোঁচট খেয়েছে। আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আরিয়েন রোবেনের দল। আইসল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন সোয়ানসি সিটির মিডফিল্ডার সিগার্ডসন। ম্যাচের ৫১ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। এ হারের ফলে ডাচরা পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। সাত ম্যাচ খেলে রোবেন বাহিনীর অর্জিত পয়েন্ট ১০। সর্বমোট ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আইসল্যান্ড। আর ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক রিপাবলিক।

এদিকে, নয় নম্বরে থাকা ওয়েলস চারধাপ নিচে নেমে ৮৬ নম্বরে থাকা সাইপ্রাসকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৮২ মিনিটে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।