রূপসজ্জার কেলেঙ্কারিতে পদত্যাগ করছেন জাপানের শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৪

জাপানে রাজনৈতিক অনুদানের অর্থ নিজের রূপসজ্জায় (মেকআপ) ব্যয় করার অভিযোগ ওঠায় পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির শিল্পমন্ত্রী উকো ওবুচি। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়।

গত সেপ্টেম্বর মাসে দেশের প্রথম নারী মন্ত্রী হিসেবে উকো ওবুচির নাম ঘোষণা করা হয় এবং তাকে গুরুত্বপূর্ণ অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এছাড়া তিনি দেশের জ্বালানি খাতেরও দেখভাল করার দায়িত্ব পান।

নারী নেতৃত্বদানের ক্ষেত্রে তিনি অনেক পরিচিত মুখ হওয়ায় অ্যাবের মন্ত্রিপরিষদে তাকে স্থান দেয়া হয়। এক্ষেত্রে তাকে জাপানের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবেও দেখা হচ্ছিল।

কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে রাজনৈতিক অনুদানের শতাধিক কোটি ইয়েন (৯৫ হাজার ডলার) রাজনীতি বহিরাগত কাজে ব্যবহার করার অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।