বাসের অগ্রিম টিকিট ১৬ সেপ্টেম্বর থেকে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। আর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবহন কোম্পানির নেতারা জানিয়েছেন, বরাবরের মতো অগ্রিম টিকিট বিক্রি করবে মূলত বড় ও নামীদামি পরিবহন কোম্পানিগুলো। ছোট কোম্পানি ও স্বল্প দূরত্বে চলে এমন পরিবহন কোম্পানিগুলো যাত্রার আগে টিকিট বিক্রি করে থাকে। রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এবং কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান, মালিবাগ, আরামবাগ, মতিঝিল ও সায়েদাবাদে বিভিন্ন কোম্পানির কাউন্টারগুলোতেই অগ্রিম টিকিট বিক্রি হবে। সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের উত্তর-দক্ষিণ ও পূর্বাঞ্চলে বাস চললেও অধিকাংশই টিকিট বিক্রি করে যাত্রার আগে আগে। তবে ওই সব টার্মিনালে বড় কোম্পানিগুলোর কিছু কাউন্টারেও অগ্রিম টিকিট বিক্রি হয়।
একে/পিআর