পদত্যাগ করলেন ডি ক্রুইফ
দেনা-পাওনা নিয়ে আগে থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা হচ্ছিল না জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার। শেষ অবধি সমস্যার সমাধান না হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রুইফ ও কোস্টার। বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ক্রইফ ও কোস্টার দায়িত্ব ছাড়ার ব্যাপারে সালাউদ্দিন শনিবার বলেছেন, ‘দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রইফ ও কোস্টার। খুব শিগগিরই খোঁজা হবে নতুন কোচ। আসলে ২০ অক্টোবর থেকেই নতুন কোচের সন্ধান শুরু করব আমরা।’
গত বছর জানুয়ারিতে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্রুইফ। আর সহকারী হিসেবে ছিলেন কোস্টা। দুই বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও বেকেয়া বেতন পরিশোধ না করায় তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তারা।