দল বদলের আলোচিত পাঁচ ফুটবলার


প্রকাশিত: ০৪:১২ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

সেপ্টেম্বরে শেষ হয়ে গেল গ্রীষ্ম মৌসুমের দল বদলের সময়। এর মাঝে দল বদল করেছে প্রায় পঞ্চাশেরও বেশি ফুটবলার। কেউ এক ক্লাব থেকে অন্য ক্লাবে, কেউ আবার এক দেশ ছাড়িয়ে অন্য দেশে পাড়ি দিয়েছেন। এই মৌসুমের আলোচিত পাঁচজন ফুটবল তারকার দল বদলের তথ্য তুলে ধরা হলো জাগো নিউজ পাঠকদের জন্য।

অ্যাঞ্জেল ডি মারিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজি)
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানইউতে যোগ দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। পাঁচ বছরের চুক্তিতে এসে এক বছরের মাথায়ই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে হলো তাকে। মূলত ম্যানইউ কোচ ফন হালের সঙ্গে বনিবনা না হয়ায় দল ছাড়তে হয় তাকে। ফরাসি ক্লাব পিএসজির কাছে কেনা দামের চেয়ে ১৫ মিলিয়ন পাউন্ড কমে বিক্রি করে দিয়েছে ম্যানইউ।

পেদ্রো রদ্রিগেজ (বার্সেলোনা থেকে চেলসি)
প্রথম একাদশে আরো বেশি সুযোগ পাওয়ার জন্য পেদ্রো বার্সেলোনা ছাড়বেন এটি জানা ছিল সবারই। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনাও প্রায় ছিল চূড়ান্ত। সবাই যখন ধরে নিয়েছিলেন ম্যানইউতে আসছেন এই স্প্যানিশ তখন আচমকাই যোগ দিলেন চেলসিতে। কয়েক ঘণ্টার আলোচনায় পেদ্রোকে স্টামফোর্ড ব্রিজে নিয়ে আসেন হোসে মরিনহো। সাবেক বার্সা তারকা ফেব্রিগাস এবং তার স্ত্রীর অনুরোধেই চেলসিতে আসেন বলে খবর চাউর থাকলেও পেদ্রো বলেছেন মরিনহোর জন্যই তিনি চেলসিতে এসেছেন।

বাস্তিয়ান শোয়েনস্টাইগার (বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড)
টানা ১৭ বছর ধরে জার্মানির দল বায়ার্ন মিউনিখ ক্লাবে। কিন্তু হঠাৎ প্রায় দেড় যুগের সম্পর্ক চুকিয়ে দিয়ে জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এবার চলে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানইউতে। কারণ অবশ্য তিনি খোলাসা করেননি। তবে পুরনো কোচ ফন হালের সঙ্গে সুসম্পর্কই তাকে ম্যানইউতে এনেছে বলে ধারণা ফুটবল বোদ্ধাদের।

রাহিম স্টার্লিং (লিভারপুল থেকে ম্যানচেষ্টার সিটি)
গত মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলেছেন। তাই মাঠ মাতানো স্টার্লিংয়ের জন্য আগ্রহী ছিল অনেকে নামিদামি ক্লাব। তাই স্বভাবতই দলবদল বাজারে ২০ বছর বয়সি স্টার্লিং হয়ে ওঠেন চড়া দামি। শেষ পর্যন্ত ম্যানসিটি তাকে দলে ভিড়িয়েছে ৪৯ মিলিয়ন পাউন্ডে। যা কিনা কোন ইংলিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুলের রেকর্ড।

কেভিন ডি ব্রুইন (উল্ফসবার্গ থেকে ম্যানচেষ্টার সিটি)
চেলসি থেকে এক বছর আগে গিয়েছিলেন জার্মানির উল্ফসবার্গে। গত মৌসুমে ১০ গোল আর ২১ অ্যাসিস্ট করে হয়েছেন বুন্দেসলীগার সেরা খেলোয়াড়। বেলজিয়ান ডি ব্রুইনকে দলে নিতে তাই ৫৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে ম্যানসিটিকে।

আরটি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।